Header Ads Widget

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইসরাফিল সরকার

 বিনোদন ডেস্ক: ইউটিউবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জনপ্রিয় অভিনেতা ইসরাফিল সরকার। ইসরাফিল নামটা এখন সবার কাছেই পরিচিত। ইসলামী টিউন ফ্যামিলি ইউটিউব চ্যানেল এর মাধ্যমে সকলের কাছ থেকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

বলছিলাম ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা রাধাকানাই গ্রামের ইসরাফিল এর কথা। ইউটিউব সফটওয়্যাররে ক্লিক করলেই ভেসে উঠে   ইসরাফিলের ভিডিও।

ইসরাফিল সরকার ইউটিউবে যাত্রা শুরু করেন দুই হাজার বিশ সেপ্টেম্বর ১৫ তারিখে । ইসলামী টিউন ফ্যামিলি এর মাধ্যমে মানুষকে হাসিখুশি রাখা এবং আনন্দ দেয়াই ছিল তার কাজ।

অভিনেতা ইসরাফিল সরকার বলেন, ইউটিউব থেকে আমি অনেক বড় একটা জিনিস পেয়েছি যেটা আসলে কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না সেটি হলো মানুষের ভালোবাসা আর এটি সম্ভব হয়েছে একমাত্র হাসান মাহমুদ বাবু ভ৷ইয়ের জন্য।

তিনি আরো বলেন, এত অল্প সময়ে দর্শক আমাকে এতটা ভালোবাসে যেটা কল্পনার বাইরে। আমি চাই সারা জীবন দর্শক আমাকে এভাবে সাপোর্ট করবে।  আমি চেষ্টা করবো দর্শকের মনের মত সবসময় ভিডিও দেওয়ার জন্য৷ সর্বোপরি বলতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ