বিনোদন ডেস্ক: ইউটিউবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জনপ্রিয় অভিনেতা নিলয় আহমেদ (খোকন)। নিলয় নামটা এখন সবার কাছেই পরিচিত। ইসলামী টিউন ফ্যামিলি ইউটিউব চ্যানেল এর মাধ্যমে সকলের কাছ থেকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।
বলছিলাম নরসিংদী জেলা বেলাবো থানার পাটুলি ইউনিয়নের নিলয় এর কথা। ইউটিউব সফটওয়্যাররে ক্লিক করলেই ভেসে উঠে নিলয়ের ভিডিও।
নিলয় আহমেদ ইউটিউবে যাত্রা শুরু করেন ২০২১ সালের অক্টোবর ১১ তারিখে। ইসলামী টিউন ফ্যামিলি এর মাধ্যমে মানুষকে হাসিখুশি রাখা এবং আনন্দ দেয়াই ছিল তার কাজ।
অভিনেতা নিলয় আহমেদ বলেন, ইউটিউব থেকে আমি অনেক বড় একটা জিনিস পেয়েছি যেটা আসলে কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না সেটি হলো মানুষের ভালোবাসা আর এটি সম্ভব হয়েছে একমাত্র হাসান মাহমুদ (বাবু) প্রিয় বন্ধুর জন্য।
তিনি আরো বলেন, এত অল্প সময়ে দর্শক আমাকে এতটা ভালোবাসে যেটা কল্পনার বাইরে। আমি চাই সারা জীবন দর্শক আমাকে এভাবে সাপোর্ট করবে। আমি চেষ্টা করবো দর্শকের মনের মত সবসময় ভিডিও দেওয়ার জন্য৷ সর্বোপরি বলতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ৷ আরেকটা কথা না বললেই নয়, আমি ধন্য এই কারণে যে আমি ইসলামিক ভিডিও করতে পেরেছি!
0 মন্তব্যসমূহ