Header Ads Widget

নরসিংদীতে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৯৪ জনে। নতুন করে পরীক্ষা না হওয়ায় নতুন শনাক্ত নেই। শনিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ৯৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১৯৪ জন। এরমধ্যে ২ জন হাসপাতালে ভর্তি ও বাকীরা হোম আইসোলেশনে।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৪ জন। এর মধ্যে সদরে ৪৩ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ