মাজারুল ইসলাম জিয়া (শিবপুর প্রতিনিধি )
শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে শিবপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, শিবপুর বাসস্ট্যান্ড,ও বানিয়াদী এলাকায় এই ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসিন নাজির , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার মোতালিব খান,
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুল হাসান মাহবুব।
সন্তান কমান্ড এর আহ্বায়ক বিপ্লব চক্রবর্তী, সদস্য সচিব অপু সারোয়ার খান , শ্রমিক নেতা আখিল মৃধা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান খান প্রমুখ।
0 মন্তব্যসমূহ